হয়তবা ওইটুকুই আমার ভুল ছিল,
সারাদিন শেষে দু'টো গোলাপ হাতে নিয়ে
ফিরতাম তোমাকে-ভালবেসে-আটকে রাখা-খাঁচায়,
তোমার চোখের নীলে সব ভাসিয়ে বিভোর হতাম,
কি ভেবে যে শেষ বিকেলের ছোট্ট একটুকরো আলো নিয়ে এলাম.....
সেই আমার কাল হল,
তুমি সেই আলোটুকু বুকে ধরে
আমাকে রাত্রির অন্ধকারে ভাসিয়ে
গোধূলির মতন ফাঁকি দিয়ে
চলে গেলে,
অথবা, হয়ত ওইটুকুই আমার ঠিক ছিল,
হয়তবা ওই শেষ বিকেলের ছোট্ট একটুকরো আলোর জন্যেই এখনো
আমার প্রতিনিয়ত রাত জেগে থাকা
ক্যাফেইন ধোয়া চকচকে কষ্টগুলোর
মাঝে মধ্যে ঝিমুনি ধরে এলে,
স্বপ্নে তোমার হাস্যোজ্বল অধর
স্পর্শ করার অধিকার রাখি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




