কিছু দ্বিধা, অভিনয়,
নিষাদের বিষাদের ছায়া বয়ে বয়ে নিয়ে
ভালবাসা যদি বৃষ্টির মত হয়?
আর সময়,
দিন-রাত,
ভালবাসা কখনো নিশ্চিন্ত নয়।।
পথে কুড়িয়ে পাওয়া স্বপ্নের মত মনে হয়,
যে পথে নিম ফুলের গন্ধু-
অতিদ্রুত কোন ব্যাস্ত চায়ের কাপে
সমস্ত সকাল স্বছন্দ,
সে পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে তবু
স্বপ্ন কুড়াতে ভয়।।
আধো জাগা রাতের আলোর মত যদি হয়,
যখন চেতনা লুপ্ত সামনে রাখা কোন রহস্যতে,
দূর্বল রেখার কাব্য বিলাপ করে যায়
কিছু দুঃসহ ক্ষত সারাতে,
সে রাতের কিছু অবক্ষয়;
তবুও সময়,
সকালে বা বিকেলে,
অথবা জোছনার আকালে,
ভালোবাসা যদি মেঘের মত হয়?
দিন, রাত্রি আর এই পথ......
ভালোবাসা তবু নিশ্চিণ্হ নয়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




