সাহারা খাতুনের একটি ভিডিও ফেসবুকে আপলোডের খবর পাওয়া গিয়াছে। "ভূতুরে আলাপ" নামক একটি পেজের একজন এডমিন তার পেজের মাধ্যমে এই ভিডিওর লিংক শেয়ার করেন বলে জানা যায়। এই পেজের মাধ্যমে এডমিন বহুদিন যাবত ফ্যানদেরকে ভুতের গাজাখুরি গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করে আসছেন। ভিডিও শেয়ারের বিষয়ে ঐ এডমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন "ঘটনা সত্য। আমি পেইজের ফ্যানদেরকে ভয় দেখানোর নিমিত্তেই এই কর্ম করিয়াছি"।
এই ব্যাপারে সাহারা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমুদে গলায় সাংবাদিকদের বলেন এই ভিডিও লিংক ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।
গোপন সূত্রে খবর পাওয়া গিয়াছে যে রিমান্ডে গো আযম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেছে। এই ব্যাপারে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাহারা খাতুনের ভিডিও ১০০ টিরও বেশী সিদ্ধ ডিমের কাজ একবারেই করে। কিন্তু কিভাবে, এ প্রশ্নের জবাবে ঐ কর্মকর্তা স্মিতহাস্যে বলেন,"আকল মন কে লিয়ে ইশারায়ে কাফি।"
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হিটের দিক থেকে কলাভেরির ভিডিওকে অতিক্রম করে গেছে সাহারা খাতুনের এই ভিডিও। ধারনা করা হচ্ছে হরর মুভির ফ্যানরাই এ ভিডিওর প্রধান দর্শক। তবে দুর্বল হার্টের লোকদেরকে এ ভিডিও দেখা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



