বাংলাদেশে ইদানিং স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে পড়তে যাওয়ার প্রবণতা বেশ বেড়ে গেছে। এটি নিঃসন্দেহে ভাল লক্ষন, যদি পড়তে এসে কেউ চাকরি করাটাকেই প্রধান উদ্দেশ্য করে না নেয়।আর যারা আসলে অন্য উদ্দেশ্য নিয়ে আসেন তাদের উদ্দেশ্যেই আমার এই লিখা। আমি যেহেতু ইউরোপে আছি তাই এখানকার পরিস্থিতিই আপনাদের খুলে বলি-
১। আনেক স্বপ্ন নিয়ে যারা ইউরোপে পড়তে আসেন তাদের প্রথমেই যে সমস্যায় পড়তে হয় সেটা হলো আবাসন সমস্যা... আনেকেই উইন্টারে এসে প্রচন্ড কষ্টে পড়েন, কারন পরিচিত কেউ না থাকলে শূন্য থেকে মাইনাস ৩০ পর্যন্ত তাপমাত্রায় আপনি এয়ারপোর্ট থেকে বের হলেই এমন একটি পরিবেশে পড়বেন যে, বাসা খুজে উঠবেন তার কোনো উপায় থাকবেনা।সমাধান হলো আগে থেকেই বাসা ঠিক করে আসা,নতুবা পরিচিত কারো সাথে যোগাযোগ করে আসা।(অনেক ইউনিভার্সিটির হল থাকে সেক্ষেত্রে এই সমস্যা থেকে আপনি বেচে যাবেন)।আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো- আপনি যে ভার্সিটিতে আসছেন সেখানকার ওয়েব সাইটে বাসা ভাড়ার বিজ্ঞাপন থাকে আপনি বাংলাদেশ থেকেই এর সাহায্যে আসার আগেই বাসা ভাড়া নিয়ে রাখতে পারেন।আর যারা Autumn Semester এ আসেন তাদের কষ্ট অবশ্য একটু কম হয়।তবে অনেককে দেখেছি বাসা ঠিক করে না আসাতে পার্কে কিংবা স্টেশনে রাত কাটাতে...
২। এবার আসি আসল কথায়- চাকুরী/পার্ট টাইম জব- ইউরোপে এটা এখন সোনার হরিণ।এখানেও চাকুরি পেতে এখন মামা লাগে। লিঙ্ক না থাকলে একটা চাকরি পাওয়া বেশ কঠিন।আবার চাকরি না পেলে আপনার মাসিক থাকা খাওয়া খরচ, টিউশন ফি যোগাড় করা একেবারেই অসম্ভব।কারন বেশির ভাগ ছাত্রের দেশ থেকে টাকা এনে পড়ার সামর্থ নেই, বরং দেশে টাকা পাঠানোর স্বপ্ন থাকে।
আর চাকুরি যা পাওয়া যায় তার ধরন আমি বলতে চাইনা, কারন এর সাথে অনেকের সম্মান জড়িত।শুধু এটুকুই ধারনা দেই যে, অনেককেই দেখেছি চাকুরি থেকে এসে চোখের পানিতে বালিশ ভেজাতে। চাকরিতে কষ্ট করতে হয়েছে সেজন্যে নয়, বরং চাকরির ধরন এর জন্য।অনেকেই দেশে অনার্স-মাস্টার্স করে এসে এই ধরনের চাকরি করেন আর মনে কষ্ট পান, আনেক কেই দেখেছি দেশে সরকারি চাকরি ছেড়ে এসেছেন।আর এখন প্রচন্ড মানসিক কষ্ট পাচ্ছেন।এই কষ্ট টা তাদেরি বেশি যারা টাকা কামানোর লোভে দেশে ভালো অবস্থানে থেকেও স্টুডেন্ট ভিসায় এসেছেন।
তবে ইউরোপে ইউ,কে ছাড়া অন্য দেশে আসলে সে দেশের ভাষাটা যদি অল্পসল্প শিখে আসতে পারেন তবে আপনি একটা চলার মতো কাজ যোগাড় করতে পারবেন।
শেষ করতে চাই এই বলে- স্বপ্ন বিলাসী ভাইয়েরা লেখাপড়া ছাড়া অন্য ধান্দায় বর্তমানে ইউরোপে(স্টুডেন্ট ভিসায়) আসতে চাইলে একটু চিন্তা ভাবনা করেই আইসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




