কোথায় গেলো আমার শোভিত বাংলা
হারিয়ে গেলো সুজলা সুফলা মা ।
প্রাণহানী আর হানাহানিতে অস্থির জননী,
কে আছ বাচাঁও আমার মাকে
দিয়ে দিব আমার শেষ রক্তবিন্দু ।
আর চাই না বর্গী কিংবা হানাদারের উত্পাত
কে আছ বাচাঁও আমার মাকে ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




