ঝরা পাতাও পারে বর্নিল করে দিতে কিছু মূহুর্ত
২.
অনাদৃত তবুও প্রানময়
৩.
এইটুকো সবুজ। দেখো কেউ অবহেলায় মাড়িয়ে যেয়ো না।
৪.
কত পায়ের কত কোলাহল। পথের কথা কেউ ভাবে কি।
৫.
এই নুড়ি পাথরেরও হয়তো আছে কত না বলা গল্প
৬.
কেউ একটু জল দেয়নি ছিটিয়ে। ফিরে দেখেনি। দেখেনি কতটা লাবণ্যময়।
তাতে কি।
৭.
তারপর পথ চলে যায়
৮.
সেই ছোটবেলায় কর্ণফুলীর তীরে সন্ধ্যাগুলো কখনো আর আসবে কি?
৯.
পতেঙ্গায় ডুবে যায় সূর্য
১০.
ছায়াগুলো রয়ে গেছে। মানুষগুলো ছুটি শেষে নানান দিকে
১১.
সামনেই গাছতলে একটু জিরোনো যাবে
১২.
স্কুল ছুটির পরই সাইকেল নিয়ে চলে যেতাম সবুজ বনের কিনারে। জোরসে চালিয়ে পানির কাছে নিয়ে স্কিড করতাম। মাঝে মাঝে সাইকেলটা ছুটে যেতো। আছড়ে পড়তো পানিতে।
১৩.
এখানে শান্ত সমস্ত পৃথিবীটা। জীবনটাও যদি এমন শান্ত হতো !
১৪.
জীবন
১৫.
ক্ষুদ্র প্রাণের কনা
১৬.
কে গড়লো এত যতন করে এ সবুজ
ভাটিয়ারি গলফ ক্লাব
[নিচের পচা ছবি গুলো অবশ্য আমার তোলা]
১.
পথ কি সবসময় দুরের হাতছনি দেয়?
২.
আলো আসবেই!
৩.
নির্জন
৫.
গল্পের রাখাল হয়তো এমনই ছায়া শীতল কোন গাছের তলায় বসে প্রান জুড়াতো
৬.
একলা পথ-১
৭.
একলা পথ-২
৮.
শান্ত দুপুর-১
৯.
শান্ত দুপুর-২
১০.
লুকোচুরি
১১.
দুরে ঐখানটায় কী আছে? কারা থাকে ওখানে?
১২.
গলফ ক্লাব মাঠ। লেজেহুমো এরশাদের কথা মনে পড়ে।
১৩.
সর্ব সাধারনের প্রতি অবহেলা সব সময়।
১৪.
ভালোলাগে এই ফুলটা
১৫.
সাই করে ছুটে গেল একটা গাড়ী। আবার শহরে ফেরা
কৃতজ্ঞতা: আফরিন
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





