আমার ছেলে সমাজ বই পড়তেছিল, হঠাৎ একটা লেখা দেখা দেখে তো আমি থঃ!!! কি লেখেছে বই তে!!?মানুষ বলে কথা বলেতে পারত না, উলঙ্গ হয়ে চলত। কাঁচা মাংস খেত। অসভ্য ছিল। তাই যদি সত্য হয় আদম-হাওয়া কথা বলল কিভাবে, সভ্য হল কিভাবে? অথচ ধর্ম বই গুলো তো মজার মজার গল্প বলে, আদম হাওয়া কে নিয়ে (অবশ্য শুনতে ভালো লাগে, আমি আবার আষাঢ়ে গল্প পছন্দ করি)।
হয় ধর্ম মিথ্যা অথবা সমাজ বিজ্ঞান বই গুলো মিথ্যা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



