সংক্ষিপ্ত সংলাপ - ৫৭ (সখা কেন তুমি "বন্ধু" হলে
: বলছো এ প্রেম নয়!
: হুম..
: আমার ঈশ্বর জানে, প্রেমে পড়েছি
: কিভাবে?
: আনন্দ ঝংকারে চমকে ওঠি!
: আর?
: আমার ভুবন বেশ ফুরফুরে
: হুম হুম..
: সেতারের তালে সব বুঝি নাচে
: আচ্ছা!
: অপেরা ঢং এ নাচতে মন চায়
: ওরি বাবা..আর?
: মনের বদ্ধ ঘরে রশ্মি ঢুকেছে, টের পাই
: (চুপ)
: ভালোবাসার আলোয় উদ্ভাসিত মনের ঘর
: হুম..
: আগের "আমি"তে এই "আমি"র বিস্তর ফাড়াক
: মন খারাপ হলো কেন?
: কষ্টও এখন বড় বেশী আঘাত করে
: কি বলছো!
: কষ্টে এখন মন-গগনে মেঘ নয়, সিডরের তান্ডব!
: মরেছো তো তবে!
: শুধু শুধুকি বলি, "টের পেয়েছি, প্রেমে পড়েছি"।
৩০-১০-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


