পূর্ণিমাতে যৌবনা চাঁদ, লাবন্য আর রুপে।
ও ষোড়ষি কন্যা গো- অমাবশ্যার জলে
গা ডুবাবে কবে?
বিধির খেলা ভবে-
সেই কন্যা টিপ দিয়ে যায়
মামা হয়ে তবে।
যৌবন জোয়ার জেনো তিন লিঙ্গেই জাগে।
জলের চলন কাঁপন গমন অমাবশ্যার ভাগে।
চেনা অচেনার ফাঁকে গোলক ধাঁধা রয়ে যায়।
চাঁদ মামা শৈশবে টিপ দিয়ে যায়।

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




