কষ্ট,
বড় কষ্ট,
অব্যক্ত যন্ত্রনায় কাঁপছে ঠোটদুটো,
জ্বর,
জ্বর উঠেছে প্রচন্ড,
পুড়ে গেছে সবটুকু,
ভেতর-বাহির,
একটু কপালে ছুঁয়ে দেখ
কতো জ্বর,
থার্মোমিটার,
নিয়ে এসেছ?
মেপে দেখ কত,
একশ-তিন?
না না,এত কম নয় কখনো,
বুঝতে পার না তুমি?
ওটাতো পারদ থার্মোমিটার,
এ জ্বর মাপার ক্ষমতা নেই ওর,
আরো অনেক জ্বর ভেতরে আমার,
আরেকটি নতুন থার্মোমিটার
নিয়ে আসবে?
পারদ নয়,
আমার চাই কষ্টের থার্মোমিটার,
বারুদের আর আগুনের থার্মোমিটার,
কষ্টের বিষবাষ্পের তীব্রতায়,
বারুদে আগুন দিয়ে মাপত সে থার্মোমিটার,
পারবে?
দেখতে তাহলে কত জ্বর,
পুরে অঙ্গার করে দিত ওই থার্মোমিটার,
আর আকাশ-বাতাস,সবুজ ঘাস,
তোমার আমার ছেঁড়া স্বপ্ন,
পারবে?
পারবে না,
এ জ্বর মাপার নয়,
এ শুধু নিরবে কষ্ট দেবার,
চোখের জলের আগুনে পুড়িয়ে মারার,
আহ্ জ্বর,
তুমি আর কত কষ্ট দেবে আমায়?
৩১-০৩-২০০৬
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



