আমার কান্না তুমি আমাকেই কাঁদতে দাও,
ওই দেয়ালের পিছে একা একা,
যেখানে কষ্টগুলো আছড়ে পড়ে একে একে,
যেখানে বাতাসে ভেসে বেড়ায় সহস্র লাশের হাহাকার,
সেই দুখের হ্রদে আমাকেই ভাসতে দাও।
তুমি থেকো না ওই হ্রদের পাড়ে,
প্রানের সাথী হয়ে নিও না শ্বাস সেই দুখের আকাশে,
যেখানে গুমরে উঠে কেবলি বেদনার ভাইরাস,
তুমি থেকো সুখে নিরিবিলি,
দূর কোন তারার দেশে,
ভুলে যেও উন্মত্ত সময়,কাঁটা ভরা স্মৃতি,
নিদারুন কষ্টে তুমি আর কেঁদো না,
দোহাই ত্তোমার,
আমার কষ্ট আমাকেই রাখতে দাও,
আমার কান্না তুমি আমাকেই কাঁদতে দাও।
২২-০৮-২০০৬
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



