একটি সামাজিক গবেষনার তথ্য সংগ্রহের জন্য কয়েকদিন ধরে একটি গ্রামে যেতে হচ্ছে।গ্রামটি এমন প্রত্যন্ত এলাকায় অবস্থিত যেখানে বিদ্যুত,আধুনিক সুযোগ-সুবিধা কিছুই নেই।তবে গ্রামটি অসম্ভব সুন্দর একেবারে স্বপ্নের মত।কাজ করতে যেয়ে অনেক মিশ্র অভিঞ্জতার সম্মুখীন হলাম যেমন গ্রামের লোকগুলো অসম্ভব অভাবী,এমন একটা ঘর দেখলাম যে ওই ঘরে দুইজনও থাকা সম্ভব নয় সেখানে ১১ জন মানুষ থাকে তাও আবার ঘরটা ভাঙ্গা।কোন পরিবারেরই মাসিক আয় ২৫০০ এর বেশী না,তাও আবার কখনো কাজ আছে কখনো কাজ নাই।ছোট্ট বাচ্চারা কেমন যেন ফেলফেল করে তাকিয়ে ছিল আমাদের দিকে,দেখলেই মায়া করে,বেঁচে থাকাই যেন তাদের কাছে একটা যুদ্ধ।তবে এতকিছুর পরও যে তাদের ব্যবহার এত অমায়িক,তা কেউ না গেলে বুঝতে পারবে না।
গ্রামটির মাঝ দিয়ে বয়ে গেছে নদী তার আপন ধারায়,নদীর দূ-কূলে আশে কাশফুলের বাগান,একেবারে গ্রামটী জীবনান্দের সেই রূপসী বাংলার মত অপরুপা...
গ্রামটির কিছু অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম...
নদীর ধার দিয়ে কাঁচা রাস্তা...


বর্ষার নদী...কানায় কানায় ভরপুর


গ্রাম্য বালকের কৌতুহলী চাহনী


তাতের কল ধরে দাঁড়িয়ে আছে শিশুটা......

সবুজ বিস্তৃত মাঠ...


দাদা এই বয়সেও হাটে যাচ্ছেন গরুর দুধ বেঁচতে...

নৌকা থেকে নামছে সবাই

পরিশেষে সদ্যজাত শিশু্র হাস্যজ্জ্বল বদন...

ধন্যবাদ সবাইকে ছবিগুলো দেখার জন্য