আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম
ঠান্ডা ঠাণ্ডা অনুভূতি
ইশশ, ছোটবেলার কথা মনে পড়ে গেলো
যেদিন আমরা বিকেলে মাঠে খেলতে যেতাম সবাই মিলে।
খেলার সময় বৃষ্টি হলে কখনই বাড়ি ফিরতাম না। কারণ জানতাম ফিরলেই আমাদের আর বের হতে দিবে না, ভিজতেও পারবো না
একবার তো জ্বরই বাঁধিয়ে ফেলেছিলাম অমন ভিজে...
স্মৃতি --- আজ সবই স্মৃতি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




