- তদন্ত কর্মকর্তারা শুক্রবার নিশ্চিত হয়েছেন, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণেই মারা গেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। তাই জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারের বিরুদ্ধে হয়তো শিগগিরই হত্যা কিংবা অন্য কোনও অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
লস এঞ্জেলেসের কাউন্টি করোনার বলেছেন, ২৫ জুন ৫০ বছর বয়সী মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুর কারণ øায়ুবিক উত্তেজনা প্রশমনকারী ওষুধ লোরাজিপাম এবং শক্তিশালী চেতনাশক ওষুধ প্রোপোফল, যা চিকিৎসকরা অস্ত্রোপচারের কাজে ব্যবহার করেন এবং কিছু চিকিৎসক এটাকে 'মিল্ক অব অ্যামনেশিয়া' হিসাবেও দেখে থাকে।
জ্যাকসনের শরীরে আরও যেসব ওষুধের নমুনা পাওয়া গেছে, তা হলো মিডাজোলাম, ডায়াজিপাম, লিডোকেইন এবং ইফিড্রিন।
লস এঞ্জেলেসের পুলিশ জানায়, তারা জ্যাকসনের মৃত্যুর কারণ তদন্ত শেষে সম্ভাব্য অপরাধমূলক অভিযোগ আনার জন্য মামলাটিকে আইনজীবীদের হাতে তুলে দেবে। এর আগে মামলা সাজানোর সময় পুলিশ বলেছিল, ডা. মারের বিরুদ্ধে তারা নরহত্যার বিষয়টি নিয়ে তদন্ত চালিয়েছিল।
উল্লেখ্য, জ্যাকসনের মৃত্যুর দিন ডা. মারে তার সঙ্গেই ছিলেন।
হিউস্টন এবং লাস ভেগাসের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ মারেকে জ্যাকসন তার লন্ডন কনসার্টে প্রস্তুতি নেওয়ার সময়গুলোতে ব্যক্তিগত চিকিৎসক হিসাবে নিয়োগ করেছিলেন। কিন্তু কনসার্ট শুরু হওয়ার সপ্তাহ কয়েক আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় তার পাশেই ছিলেন মারে।
মারে এর আগে পুলিশের কাছে স্বীকার করেছিলেন যে, তিনি তাকে দুধের স্বাদের প্রোপোফল ওষুধ দিয়েছিলেন, যা জ্যাকসনের ঘুমে খুব কাজে আসতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





