আলতো পরশে আমার নিয়ন পাতাকে বলবে
জেগে ওঠো। আশ্চর্য ভালো লাগার ভোর
আমাদের ডাকছে
পেছনে দোয়েল, পেছনে ভালবাসা
পেছনে দরজার পর অচেনা দরজা..
২.মানুষের মত করে মানুষেরা আর হাসেনা
আর হাঁটেনা একলা বিকেল গুলো
হয়তোবা তুমি গল্প বলবে উত্তরপুরুষদের
সাথে । গল্প বলবে নির্বাণ কালের
একজন কবির সাথে দেখা
কবি না মানুষ, তবে মানুষের মত করে আর হাসেনা
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




