অথচ·········। অথচ দেয়ালটা কম্পিউটার স্ক্রীন হলে কত ভালো হত! পরীটার সাথে কত কথাইনা হত তার । এই পরী আজ কি দিয়ে ভাত খেয়েছ তুমি? অ, পরীরা ভাত খায় না কি খায় তাওতো জানা নেই ছেলেটার । বোকা ছেলে ব্যাক ডেটেড ছেলে, বিষন্ন ছেলে । কম্পিউটারে হয়তো ছেলেটা পরীর জন্য একগুচ্ছ পাগলামির ছন্দ বলবে। মনিটরে পরীটা বলবে, আমিতো টাসকি খাইছিলাম। টাসকি ছেলেটাও খাবে।
পরীদের সাথে হয়তো মানুষের কথা হয়না্ । অথচ ছেলেটার কত কথা হয়। আকাশের দিকে তাকালে পরী, গাছের দিকে তাকালে পরী। আর দেয়ালেতো আছেই। মনিটরে পরীটাকে ধূসর দেখা যায়। স্পষ্ট দেখা যায়না। ছেলেটি জানে মেয়েটি আর স্পষ্ট হবেনা। ক্রমশ আরো অস্পষ্ট হবে।
একসময় ধূসর দেয়ালের দিকে তাকালেও মেয়েটিকে আর চোখে পড়বেনা। ছেলেটা তখন ধূসরতা ছাড়া আর কোন স্মৃতি মনে করতে পারবেনা। শূধু ধূসর দেয়ালের দিকে তাকিয়ে থাকবে ছেলেটা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৮ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




