আপনি এখানে এমন বাজারমূল্যহীন কবিতাকালে দেখতেন
একগুচ্ছ পাগল বসে আছে।
কবিতাকে নেড়েচেড়ে আকাশের নানাবিধ চুড়ায় উঠে আপনি
দেখিয়েছেন কবিতা কখোনো জীবনকেও অতিক্রম করতে চায়।
আর তাই জীবনকে অতিক্রম করে
অজস্র চাষী দিনকে রাত করে প্রতিটি পৃথিবীকে বাঙ্ময়
করে তুলছে তারা
ক্ষুধা দারিদ্রতা আর কর্পোরেশনকে মাড়িয়ে তারা
হেটে যেতে চায় আপনার মত বিদ্রোহের সীমানায়
আপনি এসে দেখে যান
এখোনো আপনার জন্য কবিতারা হঠাৎ দাড়িয়ে যায়,
আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




