ভাবলাম শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ হিসেবে আর কত একা একা দিন কাটাবো !! পুরো শ্যাওড়া গাছে একা থাকি। আলিশান বাড়ি। কিন্তু সব কিছু খা খা করে।
১। ব্লগারঃ নরক উদ্যানের বাসিন্দা
বেচারা মনে হয় জ্বলে-পুড়ে অস্থির
ব্লগ তার মরুভূমি, নরকের প্রাচীর।
২। ব্লগারঃ শহরতলীর বাসিন্দা
ব্যস্ত মানুষ, শহরে থাকে
পায়না সময়, কাজের ফাকে !
৩। ব্লগারঃ কোহকাফের বাসিন্দা!
জাদুর নগরী কোহেকাফ নাম
মাঝে মধ্যে আসেন তাই পাই সম্মান।
৪। ব্লগারঃ সন্ধ্যানদের পারের বাসিন্দা
সেই যে গেলো আর এলো না ফিরে
এলো না ফিরে আর ব্লগারদের ভিড়ে !
৫। ব্লগারঃ কবরের বাসিন্দা
কবর থেকে এসে করে মানব জগতে
দয়া করে আসেন উনি লেখা পুস্টাইতে !
৬। ব্লগারঃ কল্পলোকের বাসিন্দা
কল্পনায় ভাসেন তাই পাননা সময়
ভুল যদি হয়, তাই পোস্ট দিতেও ভয় !
৭। ব্লগারঃ দুই ভূবেনর বাসিন্দা
দুই ভুবনে আসতে যেতে সারাদিন কাটে
তাই তো ব্লগে নাই তো কিছুই, শুন্য গড়ের মাঠে !
৮। ব্লগারঃ ছায়া জগৎের বাসিন্দা
ছায়াময় বলেই হয়তো লিখতে পারেন না
সামুর দুর্ভাগ্য, তাই পোস্টও আসে না !
৯। ব্লগারঃ কল্পলোকের বাসিন্দা ইফতেখার
ইফতেখার ভাইয়ের নাই কোন পোস্ট
নাই কোন ভিজিটর, নাই তার হোস্ট !
১০। ব্লগারঃ মেঘবলয়ের বাসিন্দা
মেঘের দেশে থাকে হয়তো আসা নাহি হয়
তবে নিকটা সুন্দর... "মেঘবলয়" !
এর বাইরে আরও আছেন,
আধারের বাসিন্দা
অন্ধকারের আলোকিত বাসিন্দা ---> একটিভ ব্লগার
অন্ধকারের বাসিন্দা
অন্ধকার গলির বাসিন্দা...।
অচেনা গ্রহের বাসিন্দা
তিতাস পাড়ের বাসিন্দা
স্বপ্নলোকের বাসিন্দা
পুঁরোঁই হঁতাঁশঁ হঁলাঁমঁ বাঁসিঁন্দাঁদেঁর ব্লঁগ পঁড়েঁ। ভঁবিষ্যঁতেঁও ওঁনাঁরাঁ এঁক্টিভঁ হঁবেঁন কিনাঁ, জাঁনাঁ নাঁই। অন্ধকারের আলোকিত বাসিন্দা বাঁদেঁ বাঁকিঁরাঁ মাঁন সঁম্মাঁনেঁর আঁর কিঁছুঁই বাঁকি রাঁখঁলোঁ নাঁ। ধুঁর ! মেঁজাঁজঁটাই খাঁরাঁপঁ হঁয়েঁ গেঁলোঁ !!
ইউরেকা ! ইউরেকা !!
শ্যাওড়া গাছের পেত্নী
(আরে ! আমার গাছে কেডারে ?? :!> :#>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


