কবি বলেছেন, (আই মিন কবিদের রাজা কবিরাজ বলেছেন), "তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি হয়- এ ধারণা সম্পূর্ণ ভুল।" তাইলে আমার কথা হইলো, জিহবার ডগায় বানের পানির মত এতো পানি তাইলে আসে কোত্থেকে??
প্যাচাল বন্ধ কইরা এখন আসল কথায় আসি। তেঁতুল খাইলে (
এমন আরো অনেক কাজে তেঁতুল ব্যবহার হয়ে আসছে।
এইবার পোস্টের স্যাঁতস্যাঁতে ময় অংশে আসি।
তেঁতুল নিয়ে ইদানিং যেসব রসালো আলোচনা হচ্ছে তাই দেখে চারটা মিনি কোবতে লিখে ফেললাম। জানিনা কেমন হলো??
কোবতে নং ১
সাগরের ঢেউএ গড়া
আকা বাকা দেহ তার
মন চায় স্বাদ নিতে
দিন-রাত বারবার :#>
কোবতে নং ২
আধভেজা শরীরের
দুর্নিবার আহবান
কে পারে রুখিতে?
ব্ল্যাকহোলের এ টান।
কোবতে নং ৩
সবুজ রঙা চাদর দিয়ে
যতই লুকাক আড়ালে
অধরা আমারই হবে
দুটি হাত বাড়ালে :!>
কোবতে নং ৪
নগ্নতার স্নিগ্ধতায়
শিশু থেকে বুড়ো
লোভাতুর চাহনি
আধটা নয়, পুরো !
_________________________________________________
_________________________________________________
একখানা বোনাস ফটুকঃ
(কিন্তু তেঁতুলের তো বিচি হয়... !!! ক্যামনে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


