বেশ কয়েকদিন ধরেই ভালো বৃষ্টি হচ্ছে। পুরো সত্যিকারের আষাঢ়। অনেক বছর পরে এরকম একটি বর্ষা দেখছি। বৃষ্টির সময় বৃষ্টি হ্ওয়ানো তো প্রকৃতি দেবী ভুলেই গেছিলেন। আবহা্ওয়াটা্ও বেশ।
এরকম বর্ষায় ছোটবলোর কথা মনে পড়ে যায়। তখন বৃষ্টি হলেও লেপ বের করে ফেলতাম। আর বিকেল বেলায় বল নিয়ে যেতাম মাঠে। তারপর ভেজা পানির ভেতর কি দাপাদাপি! আহা কি দিন!!
তখন জীবনে কোন টেনশন ছিল না। এইসব চাকরি বাকরি আর ক্যারিয়ারের চিন্তা ছিল না। তখন বৃষ্টি হলেই মা খিচুরি রান্না করতেন। একশ টাকায় পা্ওয়া যেত এই বিশাল বিশাল ইলিশ। খিচুরি খেয়ে দুপুর বেলায় ঘুম। আর এখন....কতদিন যে দুপুরে ঘুমাই না।
আরেকটু বড় হ্ওয়ার পরে কোন এক তরুনীর সাথে এরকম বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে দাড়িয়ে চা খা্ওয়া। চায়ের কাপে বৃষ্টির ফোটা পড়ে...... একবার তিন বন্ধূ মিলে সারাদিন বৃষ্টির ভেতর হেটে গিয়েছি..... তখনো হয়তো এই শহর এতটা যান্ত্রিক হয়ে উঠেনি।
আমার অফিসের একপাশের বিশাল কাচ দিয়ে বৃষ্টি হচ্ছে দেখা যায়, কিন্তু বৃষ্টির কিছু টের পা্ওয়া যায় না। অনেক সময় কাজে ব্যস্ত থাকলে বৃষ্টি যে হচ্ছে, তা্ও বুঝি না।
পুরো একটি বর্ষা চলে যাচ্ছে। একদিন ভেজা হলো না। কদম ফুল দেখলাম না এখনো। কেউ কি এখনো রাস্তার পাশে দাড়িয়ে বৃষ্টি মাখানো চা খায়!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





