দিন আর যায় না। আনুমানিক ৬ মাস ধরে জীবনটা একই রকম যাচ্ছে। কোন পরিবর্তন নাই। প্রতি দিন এর মত আজকে আমি আমার একটা ইন্টারনেট friend-এর সাথে chat করছিলাম। প্রায় প্রতি দিন আমার ঐ বন্ধুর সাথে অনেক ভাল chat হয়। কিন্তু আজকে আমি যা উপলব্ধি করতে পারলাম যে আমার ঐ বন্ধুটা অনেক সময় নিয়ে আমাকে উত্তর দিচ্ছে
এই রকম করে অনেকক্ষন chat করার পর সে যখন চলে যাচ্ছিল, আমি তখন তাকে জিগ্ঞাসা করলাম যে, সে আজকে এই রকম করে আমার সাথে chat করল কেন? পরে সে আমাকে এই সাইট দিল।
সাইট এ ঢুকে আমি প্রথমেই register করি নাই। প্রথমেই ঘুরে ঘুরে সাইটটি ভাল করে দেখে নিলাম। ভালই লাগল সাইটটি। তারপর register করলাম। Register করার আগে computer-টা restart মারলাম কারণ unicode active করতে হয়েছিল।
Register করে এখন আমার এই প্রথম ব্লগ লিখতে বসলাম। এই ব্লগ লিখতে প্রায় ৩০ মিনিট লাগছে
যাই হোক, এখানেই শেষ করছি। আশা করি ভবিষ্যতে আরো তাড়াতাড়ি দ্রুত টাইপ করতে পারব। Bye ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




