কি করব চিন্তা করে পাচ্ছি না .....
আচ্ছা আপনাদের সবাইকে কিছু প্রশ্ন ধরি ......
০১. একবার একটি accident-এ একটি বাবা আর তার ছেলে মারা যায়। তারপর বাবা আর ছেলেটিকে হাসপাতালয়ে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতাল থেকে ডাক্তার বলে দেয় যে বাবাটি মারা গিয়েছে কিন্তূ ছেলেটি কিছুটা আঘাত পেয়েছে সেই জন্য operation করাতে হবে। কিন্তু ডাক্তার বলে দেয় যে সে সেই ছেলেটির operation করাতে পারবে না কারণ সেই ছেলেটা তার আপন ছেলে।
এখন আপনাদের বলতে হবে কিভাবে এটা সম্ভব। ছেলেটার বাবা তো আগেই accident-এ মারা গিয়েছে।
০২. এমন তিনটা সংখ্যা বলেন যার যোগফল এবং গুণফল সমান। মানে (ক+খ+গ) = (কxখxগ)
০৩. একটা ঘোরার গলায় ৩ ফুট দরি বাধা আছে। আর ৪ ফুট দুরে একটা পুকুর আছে। এখন ঘোরার খুব পানি পিপাসা লেগেছে। আশে পাশে কেউ নেই যে তার গলার দরিটা খুলে দিবে অথবা তাকে কেউ পানি দিবে। পানি পান করার জন্য শুধু ঐ পুকুরটা ছাড়া আর কিছুই নেই। এখন কথা হচ্ছে ঘোরাটি পুকুর থেকে পানি পান করবে কিভাবে?
০৪. এমন একটি ইংরেজি শব্দ বলেন, যেই শব্দে ইংরেজির ৫টি (a,e,i,o,u) vowel আছে।
০৫. পানি আছে মাছ নেই, দেশ আছে মানুষ নেই ..... জিনিসটি কি ??
উত্তর অতি শীঘ্রই পেয়ে যাবেন ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




