![]()
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার
এর জিডি নং ৩৯৫ তারিখ ২৫/০২/২০১৪ এবং খিলগাও
থানার জিডি নং ১৩৪৪, তারিখ ২৪/০২/২০১৪
অনুযায়ী ভিকটিম সাপোর্ট সেন্টার মোছাঃ সুমাইয়া নামের
০৮(আট) বছর বয়সী হারিয়ে যাওয়া মেয়ে শিশুটিকে তাদের
জিম্মায় রেখেছে। মেয়েটি তার মা, বাবা’র নাম
বলতে পারলেও ঠিকানা কিছুই বলতে পারে না।
নিচে মেয়েটির বর্ণনা এবং ছবি দেওয়া হল---
নাম- মোছাঃ সুমাইয়া (০৮)
পিতার নামঃ ইদ্রিস হাওলাদার
মাতার নামঃ ইসমত আরা
ঠিকানা-অজ্ঞাত।
গায়ের রং- ফর্সা , উচ্চতা- ৩ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল-
গোলাকার, চুল-কালো, তার পরনে ছিল সবুজ রঙের
কামিজ এবং লাল রঙের সেলোয়ার।
কোন সহৃদয় ব্যক্তি মেয়েটির অভিভাবকের সন্ধান
পেলে দয়া করে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট
সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানা-
ডিউটি অফিসার
ভিকটিম সাপোর্ট সেন্টার
তেজগাঁও, ডিএমপি, ঢাকা।( তেজগাঁও থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফোন ৯১১০৮৮৫ ,
ফ্যাক্স-৯১৩৭৮৩৮
ইমেইল[email protected]
অথবা
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। ( রমনা থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭১৩৩৯৮৭৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


