ডকুমেন্টারি দেখা আমার অনেক আগে থেকেই নেশা।সময় পেলেই মুভি দেখার পাশাপাশি ডকুমেন্টারি ও দেখা হয়।
মেডিকেল এ পড়ছি
আমার দেখা কয়েকটি মেডিকেল ডকুমেন্টারি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে
“ সার্জারি স্কুল “
প্রতি বছরে হাজার হাজার সার্জারির ডাক্তার লন্ডন স্কুল অফ সার্জারি তে আসেন consultancy training এঁর জন্য।কিন্তু এদের ভিতর থেকে সবথেকে অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ কয়েকজনকে এই সুবর্ণ সুযোগটি দেয়া হয়
তাদের বিভিন্ন অপারেশন থিয়েটার এ বাস্তব হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়।
সবাই এঁর চ্যালেঞ্জ নিতে পারে না বছর শেসে তাই কয়েকজন দক্ষ সার্জন ই তাদের লক্ষে পৌছাতে পারে।
এ ডকুমেন্টারিতে সার্জনরা কিভাবে তাদের বুদ্ধি মনন ও মেধা কে কাজে লাগিয়ে দক্ষ হয়ে উঠে সেটিই দেখান হয়েছে।
ডাউনলোড লিংক
আমার নিজের ও সার্জন হওয়ার ইচ্ছা।দোয়া করবেন।
বাকিটা নিজেরাই দেখে নিন।আশা করি ভাল লাগবে।
আর আপনাদের কারটা জানা থাকলে শেয়ার করবেন ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




