বারান্দায় বসে আছে আমার বউ,
মাথা ভরতি কাল চুল,
শেস বিকালের মায়াময় লাল আভার মত তার মুখ,
আর আমি তাকিয়ে আছি তার মুখে,
এই মুহূর্তে ইচ্ছা করছে,
এই মুহূর্তটা যদি সারাজীবন হত,
অথচ নির্বিকার ভাবে সে তাকিয়ে আছে সামনের দিকে,
আর আমি মনে মনে হাজার বার বলে যাই, সে আমার বউ, সে আমার বউ।
আমার সারাজীবনের একমাত্র অর্জন,
সেই ত আমার সব।
তার পা দুখানি মনে হচ্ছে আমার বুক,
আমি সারাজীবন এই পা দু খানির দিখে তাকিয়ে তাখতে পারি,
ইচ্চে করসে পা দু খানি আমার কোলে তুলে আদর করি,
চুমু খাই পায়ের পাতায়,
এমনভাবে ধরে রাখি যেন এই পা দু খানি ই আমার একমাত্র সম্বল,
সহায় সম্পত্তি হিন মানুশের মত এই পা দু খানি ধরে বসে থাকি,
আমি চাই না সে কোন সারা দিক,
আমি তা র দিকে তাকিয়ে থাকব সারা দিন, সারা জীবন,
তারপর তুলে নেব বুকে,
বুকে চেপে ধরে বলব, এই ত আমার বউ,
আমার জীবন পাখি,
চুমুয় ভরিয়ে দেব সারা শরীর,
না আমি চুমুয় ভরিয়ে দিতে চাই না,
আমি তাকে পুরুপুরি পেতে চাই না।
আমি চাই শুধু সারাজীবন সে আমার কাছে এই রুপেই থাকুক, একটু উ যেন না বদলায়।
সে আমার কাছে সযত্নে ঘরে তুলা বাগানের ফুল,
আমি সে ফুল কে হাত দিয়ে ধরতে চাই না, যদি নষ্ট হয়ে যায়।
তার চেয়ে বরং বাগানেই থাক, আমি দূর থেকে চেয়ে থাকি,
আর কল্পনায় তাকে নিয়ে সপ্নের পাহাড় গড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




