খবর এনার
হিজাব পরে বাসার বাইরে চলাফেরা করতে রাজি না হওয়ায় বাবার হাতে ১৬ বছর বয়সী কন্যা হত্যার চাঞ্চল্যকর একটি ঘটনা উত্তর আমেরিকার সীমানা পেরিয়ে সারাবিশে^ তোলপাড় সৃ®িদ্ব করেছে। কানাডার টরেন্টোর অন্টারিও সিটির মিসিসোগাতে গত ১২ ডিসেল্ফ^র মোহাল্ফ§দ পারভেজ (৫৭) নামে এক ট্যাক্সি ড্রাইভার তার কন্যা আপেলউড হেইটস সেকেন্ডারি স্ট‹ুলের ™^াদশ গ্রেডের ছাত্রী আকসা পারভেজকে (১৬) হত্যা করেন। খবরটি পাশ্চাত্যে ইসলাম ধর্মাবলল্ফ^ীদের পুনরায় বিরূপ সমালোচনার মুখে ফেলল। কানাডা, আমেরিকা, মেক্সিকো, বেলজিয়াম, ফদ্ধান্স, ইতালিসহ ইউরোপের প্রায় সব মিডিয়ায় খবরটি স্ট’ান পেয়েছে। সবক’টি মিডিয়ায় এ ঘটনাটিকে ধর্মীয় অনুশাসন এবং সামাজিকতার ™^›™^ হিসেবে চিহিক্রত করা হয়েছে।
উল্কেèখ্য, কন্যাকে ছুরিকাঘাত করার পর মোহাল্ফ§দ পারভেজ ফোন করেন পুলিশকে। পুলিশ বাসায় এসে মুমহৃর্ষু অবস্ট’ায় আকসা পারভেজকে উ™ব্দার করে হাসপাতালে নেয়। কয়েক ঘণ্টা পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে পুলিশ জানিয়েছে। এ হত্যাকা-ের পর মোহাল্ফ§দ পারভেজকে গ্রেফতারে বিঘœ ঘটানোর জন্য আকসা পারভেজের ভাই ওয়াকাস পারভেজকেও (২৬) পুলিশ গ্রেফতার করেছে। ফলে স্ট^পেুর সুখ রচনার জন্য পাকিস্টøান ছেড়ে কানাডায় বসতি গড়া গোটা পরিবারের অস্টিøÍ^ এখন বিপল্পু হয়ে পড়েছে। আকসার মা কেবলমই মহৃর্ছা যাচ্ছেন।
আকসার সহপাঠীরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে আকসার সঙ্গে তার বাবার ঝগড়া হচ্ছিল হিজাব পরা নিয়ে। গত সেপ্টেল্টল্ফ^রের শেষ সপ্টøাহে আকসা বাড়ি ছেড়েছিল। কেননা সে সারাক্ষণ মাথাসহ মুখম-ল ঢেকে রাখতে চাচ্ছিল না। বাবার চাপে সে প্রায়দিন বাসা থেকে ইসলামিক পোশাক পরে বের হয়ে বাইরে কোথাও অথবা স্ট‹ুলে প্রবেশের পর বাথরুমে ঢুকে হিজাবসহ ধর্মীয় পোশাক লুকিয়ে রাখত এবং অন্য ছাত্রীদের মতো স্ট^াভাবিক পোশাক পরত। স্ট‹ুল ছুটির পর কখনো স্ট‹ুলের বাথরুমে পোশাক পাল্কল্টাত, আবার কখনো বাসার কাছে গিয়ে পোশাক পাল্কিল্টয়ে বাসায় ঢুকত। এভাবে সে হাঁপিয়ে উঠেছিল বাবার রক্তচক্ষুর জন্য। সহপাঠীদের সঙ্গে এ নিয়ে অনেক দুঃখ করেছে। বাল্পব্দবীর বাসায় কদিন পালিয়ে থাকবে, তাই সে ফিরে যায় নিজ বাসায়। পুনরায় শুরু হয় বিবাদ। আর এরই পরিণতি হিসেবে সুন্দরী আকসাকে অকালে চলে যেতে হলো সহজ-সরল মুসলিম পরিবারকে প্রচ- একটি সমালোচনার মুখে ঠেলে দিয়ে।
এহেন হত্যাকা-ের তীব্র সমালোচনা উঠেছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। তারা বলেছেন, ইসলাম ধর্মে পোশাকের ব্যাপারে এমন কঠোর হতে বলা হয়নি। তবুও কেন যে মোহাল্ফ§দ পারভেজ এমন করলেন, তা বোধগম্য নয় অনেকের। কানাডিয়ান কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স এবং ইসলামিক সোসাইটি অব টরন্টো ১৩ ডিসেল্ফ^র এক যুক্ত বিবৃতিতে এহেন আচরণের কঠোর সমালোচনা এবং নিন্দা জানিয়ে মোহাল্ফ§দ পারভেজের দৃ®দ্বাšøমহৃলক শাস্টিø দাবি করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


