ভেবেছিলাম তুমি আমার হবে ,
স্বপ্নের রঙে রাঙিয়ে তুলবো পৃথিবীটাকে ।
সুতো কাটা রঙিন ঘুড়ির মতো
উড়ে বেড়াবো স্বপ্নের আকাশে ।
আমার হৃদয় উজাড় করে দিবো ভালোবাসা ,
ধুয়ে দিবো তোমার মনের সব কষ্টের রং ।
এতদিন জানতাম কষ্টের রং নীল ,
আজ় জানলাম ভালোবাসার রংও নীল ।
তাই বুঝি ভালোবাসলে কষ্ট পেতে হয় ,
তাই বুঝি ভালোবাসার আরেক নাম কষ্ট ।
তুমি আমার জীবনে হয়তো বা থাকবে না ,
কিন্তু তবুও আমি একলা নই ,
তোমার উপহার এই নীল কষ্ট,
এই না হয় আমার সারাজীবনের সঙ্গী হয়ে রইল ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




