জাকারিয়া স্যারের কথা যার মনে নেই, তার সামু ব্লগে থাকার ই কোনো অধিকার নেই
আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের শিক্ষক ( চিন্তা বিষয়ক) এবং সামু ব্লগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার md jakaria স্যার ফেসবুকে। তিনি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন এটা সত্য, কিন্তু আমরা তো তাকে ভুলতে পারিনি, কখনো পারবউ না মনে হয়। আমাদের ই তার সান্নিধ্যে থাকতে হবে তার মহান বানী গুলো দেখার জন্য শোনার জন্যে। জাকারিয়া স্যারের সেই বাণী গুলো হয়ত আমরা আবারো ফিরে পেতে জাচ্ছি, কারন স্যার এখন ফেসবুকে, হয়ত এখানেই তিনি এখন তার যুগান্তকারি বানী গুলো দিয়ে থাকেন। তো আর দেরি ক্যানো? এখানে স্যারের ফেসবুক একাউন্ট
স্যারের ফেসবুক এক্টিভিটি
দেখুন স্যার কিভাবে তার ভালবাসার প্রতিচ্ছবি আকেন
স্যারের ভিসিটিং কার্ড - কালেকশনে না রাখলে পস্তাবেন
স্যারের কোম্পানির প্রোডাক্ট
প্রোডাক্ট সম্পর্কিত সতর্কবানী
স্যারের কোম্পানির ব্যানার
সব শেষে স্যারের সেই ঐতিহাসিক বানী ঃ
"তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা কর"
স্যারের মহামুল্যবান পোস্ট গুল দেখা থেকে যারা চরম ভাবে বঞ্চিত হয়েছেন তাদের জন্য নিচে সেই ঐতিহাসিক পোস্টগুলর একটির লিঙ্ক দেয়া হল
কম্পউটার - সর্ব কালের সর্বশ্রেষ্ঠ
[স্যারের পোস্ট টি গুগল ক্যাশ থেকে মুছে যাওয়ায় স্যারের পোস্টের স্ক্রিনশট এর ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে]
স্যারের পোস্ট নিয়ে গবেষনামূলক পোস্ট -১
স্যারের পোস্ট নিয়ে গবেষনামূলক পোস্ট -২
স্যারের পোস্ট নিয়ে গবেষনামূলক পোস্ট -৩
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



