.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
যারা উপরোক্ত হেডলাইন দেইখ্যাই পোষ্ট এ ডুইক্ক্যা পড়ছেন তাগো লাইগা কইতাছি আইজ একখান অন্যরকম ১৮+ বিনোদন এর খবর লইয়া আইছি।
তয় আগে এই পোষ্ট খানা দেইখ্যা লন । না হইলে এই অন্যরকম বিনোদন এর মর্মার্থ সঠিক ভাবে উপলব্দি করতে না ও পারেন।
সামুর সাথে আছি বিগত ৩ বছর ধরে পাঠক হিসেবে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। দেখেছি কত বাল-ছাল মার্কা পোষ্ট এ পাবলিক হুমড়ি খেয়ে পড়ে, আর কত গুরুর্ত্বপূর্ণ পোষ্ট সযত্নে আমরা এড়িয়ে যাই।
সত্যিকার অর্থে যদিও আমি সেইভাবে ব্লগার নই (৩ বছরে গুটিকয়েক পোষ্ট) তবুও একজন পাঠক হিসেবে সামুর সাথে দীর্ঘযাত্রা। পাঠকরা হয়ত ভাবছেন এই শালা আবার ১৮+ বিনোদন এর কথা কইয়্যা কি সব প্যাঁচাল পাড়বার লাগছে।
গত দুইদিন আগে একখানা পোষ্ট দিয়েছিলাম যার সাথে বিম্পি, আম্বালীগ, জামাতী, ভাদা, পাদা, ছাগু, আস্তিক, নাস্তিক, ১৮+ এর কোন সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল শুধুই মানবতার। ভেবেছিলাম বল্গার ভাই-বোনদের সাড়া পাওয়া যাবে, কিন্তু দেখলাম সযত্নে পোষ্টটি এড়িয়ে গেছে অধিকাংশ পাঠক (লক্ষাধিক ব্লগার এর মধ্য থেকে গুটিকয়েকজন এর প্রতিক্রিয়া তাই মনে করিয়ে দেয়)
পোষ্টখানা এইখানে।
এইবার হেডলাইন এর মহাত্ত্য বনর্নায় আসি। যে সকল ব্লগার লুলায়িত হয়ে এই পোষ্ট এ প্রবেশ করে রসাত্মক বিনোদন খুঁজে না পেয়ে আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন তাদের জন্য বলছি, পোষ্টটি বিনোদনমূলক ক্ষেত্রবিশেষে চরম বিনোদন একটি কোমলমতি শিশু তিলে তিলে মৃত্যুকে বরন করে নিবে আর তার পিতা-মাতা অসহায় হয়ে হাসপাতাল এর বিছানার পাশে বসে বসে তা দেখতে থাকবে এই দৃশ্য সত্যিই চরম বিনোদন (ধিক্ আমাদের মানসিকতা) ।
এই শিশুটিকে হয়ত যারা সত্যিকার অর্থে সাহায্য করতে পারেন অথবা যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই শিশুটি হয়ত আবারও সুস্থ সবল হয়ে উঠতে পারে তাদের অধিকাংশই ১৮+ ।
সকল বল্গারদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি এমন একখানা হেডিং ব্যবহার করে তাদের এইখানে টেনে নিয়ে আসার জন্য। শুধু এটুকু বলতে পারি শিশুটিকে একবার দেখুন । নিজের বিবেক এর কাছে নিজের পশুত্বের কাছে নিজেকে বিকিয়ে দেবেন না।
বিঃ দ্রঃ – নিয়মিত ব্লগার (শুধুই পাঠক মাত্র) না হওয়ায় ভাষাগত ত্রুটি মার্জনীয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




