ঘটনাটি সত্য এবং চরম শিক্ষাদায়ক কারও কারও জন্য। প্রথমে ঘটনাটি বিস্তারিত বলি। চরম ভালবাসার থেকে মানুষের মনে মানুষের প্রতি বিশ্বাস জন্মে। আর এই বিশ্বাসে যখন আঘাত আসে তখন অনেকে এটা সহ্য করতে পারেনা। সেরকম ভালোবাসার মানুষকে পরীক্ষা করার জন্য এক ছেলে কৌশলের আশ্রয় নেয়। দীর্ঘ ৪ বছরের ভালোবাসার মেয়েটির পিছনে সে তার বন্ধুকে নিয়োগ করে। বন্ধু একদিন দুইদিন করে মেয়েটিকে কনভিন্স করে ফেলে এবং ২ মাস তদের ফোনালাপের পর আজ তাদের সরাসরি সাক্ষাৎ মানে ডেটিং এর ডেট ছিলো। আজকে ডেটিং এর জন্য ২ বন্ধু প্লান করে। সে প্লান অনুযায়ী তারা একটি অভিজাত শপিংমল ঠিক করে যেখানে মেয়েটি আসবে। ?? অনুযায়ী মেয়েটি সেখানে অপেক্ষা করে। ছেলেটি মেয়েটিকে আগেই চিনতো। তারপরও সে অনেকক্ষন ফোনে কথা বলে ফোন ব্যাস্ত রাখে এরপর দুই বন্ধু আলাদা হয়ে যায়। তারপর আসে সেই ভয়াবহ মুহুর্ত। বন্ধু ফোনে কথা বলার সময়ই ঐ ছেলে (প্রেমিক) বারবার কল করে। যখন বন্ধু ফোনে কথা শেষ করে তখন তার কলটি ঢুকে। তখন সে কোথায় জিজ্ঞাস করলে মেয়েটি বলে আমি মাকে নিয়ে ডা: এর কাছে আসছি এবং অনেক ব্যাস্ত। আর তখন ছেলেটির বন্ধু মাত্র পরিচয় পর্ব শুরু করেছে কৌশল মোতাবেক, আর ঐ বন্ধু কে ফোন করেছে জিজ্ঙাস করলে মেয়েটি বলে তার বড়ভাই। কতোবড় মিথ্যাবাদী। আর এর পরই প্রেমিক ছেলেটি সরাসরি প্রেমিকার সামনে গিয়ে কিছু বুজে উঠার আগে মুখে সজোরে থাপ্পড় মারে, আমরা অদূরে দাড়ানো লোকজন হতচকিত হয়ে উঠি থাপ্পরের আওয়াজে। দেখতে পেলাম থাপ্পড়টা এতো জোরে মারা হয়েছেযে মেয়েটার গালে দাগের সৃস্টি করেছে এবং মেয়েটি হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছে এবং তার শরীল কাপছিলো। মেয়েটি কিছু বলার আগেই ছেলেটি হাত টেনে মেয়েটাকে নিয়ে টেক্সি করে অজানার উদ্দেশ্যে যাত্রা করে।
আমরা পুরা ঘটনাটি তার যে বন্ধু গোয়েন্ধা হিসেবে কাজ করেছে তার থেকে জানতে পারি। ছেলেটা বললো দুইজনই উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি এবং অসম্ভব ভালবাসে একজন আরেকজনকে। কি ব্যাপার নিয়ে দুইমাস আগে মেয়েটিকে তার বন্ধুর সন্দেহ হয় এবং এরপর সে তাকে নিয়ে এ প্লান করে।
এখন বিচার আপনাদের হাতে, ছেলেটির এই কৌশলটা নেয়া কি ঠিক হয়েছে? আর মেয়েটার কি ৪ বছরের প্রেম সত্বেও অন্য ছেলের সাথে নতুন করে ডেটিং করা ঠিক হয়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




