ব্লগে লিখছি প্রায় দুই মাস হতে চলল। এর মধ্যে নানা ধাপ পার হতে হয়, যা একজন নতুন ব্লগারের জন্য বাজে রকমের অভিজ্ঞতার মুখোমুখি করে।
প্রথমে লেখা থাকে "আপনাকে প্রথম পাতায় একসেস দেবার আগে ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে। পর্যবেক্ষন করে মডারেটর কি পায় আল্লাহ ই জানে। তার উপর ৭ দিনের কথা বলে ২৭ দিন পার হয়ে যায় পর্যবেক্ষন আর শেষ হয় না। কারো কারো ক্ষেত্রে মনে হয় একদিন পর্যবেক্ষনই যথেষ্ঠ।
প্রথম পাতায় একসেস পাবার পর লেখা থাকে " আপনাকে ব্লগের সকল সুবিধা দেয়ার আগে ৪ দিন পর্যবেক্ষনে রাখা হবে"। এইখানেও মডারেটর সাহেব কি পর্যবেক্ষন করেন তা উনি এবং মহান আল্লাহ পাক ই জানেন।
তারপরের ধাপে লেখা থাকে " আপনি একজন সাধারন ব্লগার"। এই সাধারন ব্লগার থেকে নিরাপদ ব্লগারে উত্তীর্ণ হতে কতদিন লাগে তা আর উল্লেখ নেই।
এখন আমার প্রশ্ন মডারেটর কিভাবে বুঝেন আমি নিরাপদ কি না??? নিরাপদ হতে গেলে কি কি নিয়ম পালন করতে হয়??? এত সব লুকোচুরি করার দরকার কি?? কোন ব্লগার যদি নিয়ম ভংগ করে তাহলে তাকে নিষিদ্ধ করলেই হয়। নিরাপদ হবার পর যে নিয়ম ভংগ করবে না তার ই বা গ্যারান্টি কি??? নিরাপদ হবার জন্য তো সবাই প্রথম প্রথম নিয়ম মেনেই চলে।
আমার কাছে এসব নিয়ম কানুন হাস্যকর বলেই মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



