আমি জানি এটা কেমন ফিল হয়।
পেনসিল গুঁজে দিয়ে ওদের লিখাতাম, কোশ্চেন পেপার বানিয়ে এক্সামও নিয়েছিলাম। ইন ফ্যাক্ট ওদের জন্য আমি নিজ হাতে ড্রেসও বানিয়ে দিয়েছিলাম ওরা যেন ঘর নষ্ট না করে কজ আম্মু এটা ডিসলাইক করত কজ আমি স্কুলে থাকাকালীন ওকে দেখে রাখতে হত বাচ্চা দু'টোকে। আমি এখনও মনে করতে পারি আমি কিভাবে ঘুমাতাম ওদেরকে সাথে নিয়ে। ওদের না খাইয়ে দিয়ে আমার খাওয়া হত না। আমি এতটাই কষ্ট করে, ভালোবেসে, আদরে, যত্নে ওদেরকে বড় করেছিলাম আর একদিনে সব শেষ হয়ে গেল যখন আমি বাসায় এসে ওদের কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি রেস্ট নিতে পারছিলাম না, খেতে পারছিলাম না।
তারপর আম্মুকে অনেক জোড় করার পর শেষে যখন বলল যে ওরা আম্মুকে খুব জ্বালাচ্ছিল তাই ওদের রান্না করে ফেলসে! এটা শোনার পর আমি এতটাই শকড ছিলাম সেসময় যে কি বলব বুঝতেও পারছিলাম না। জাস্ট মনে হচ্ছিল কিছু একটা নেই। হারিয়ে যাচ্ছে দূরে কিছু একটা...
এখনও খুব মনে আছে চোখে জল নিয়ে আম্মুকে জাস্ট বলতে পেরেছিলাম-"তুমি আমার বাচ্চাদের রান্না করে ফেলতে পারলা!?" সেটা অবশ্য বাসায় কেউ খায়নি দিয়ে দিয়েছিল। কিন্তু আমি ওদের উপর এতটাই রেগেছিলাম যে একদিন আর অর্ধেকদিন মোট দেড়দিন কিছু খাইনি (বাসায় খাইনি, কজ সারা দিনের খাবার স্কুল থেকেই খেয়ে আসতাম যেটা ওরা জানতো না! :3 এটা আমার ওয়ে ছিল, যখন রাগ করতাম, মুখে বলতাম না কিছুই। জাস্ট খাওয়া বন্ধ করে দিতাম। এতে আমার প্রতি ওদের যত্ন আরও কয়েক গুন বেড়ে যেত, কজ মেয়ে খায়নি, খাওয়াতে হবে বলে কথা, সব আবদার পূরণ
(আজ এই পিকটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। জীবনে আসলে এমন সিলি ম্যাডনেসগুলো থাকা উচিত। যাতে একসময় বুড়ো হয়ে গেলে, এগুলো মনে করে একগাল হেসে নেওয়া যায় এবং আমার এমন স্মৃতি বেশকিছু আছে ^_^

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




