এস এস পরীক্ষার ২ মাস আগে জীবনের প্রথম ক্রাস খাই আমি।
.
তখন অন্য মনস্ক হয়ে গেলাম। পড়া লেখার গুষ্ঠি কিলাই, সারা দিন আড্ডা দিতাম আর টাইম মত মেয়েটারে ফলো করতাম। আমার বন্ধুরা জিনিষটা খুব ভালো ভাবে খেয়াল করছিল। তখন আমার এক বন্ধু আমারে বলেছিল
মামা তুই আর মেয়েটার ফিছে পরিস না!
-কেন?
-তোর পরীক্ষা খারাপ হবে।
-বাদ দে তো পরীক্ষার ২ মাস বাকি, আর পরীক্ষার মাঝখানে বড় একটা গেফ পাবো, আর আমি এক্সাম নিয়া চিন্তা করি না।
-এখন এত করার দরকার কি? পরীক্ষা শেষ হলে যা করার করিস
-ওনেক দেরী হয়ে যাবে তখন।
-দেরী হলেও সমস্যা নাই। যা আমি তোকে হেল্প করব।
-করবি তো?
-কথা দিলাম।
.
আমার বন্ধুর আশ্বাস পাইয়া আমি ওইদিকে মাথা না ঘামাইয়া পড়ায় মন দিলাম।
.
৪ মাস পর
.
পরীক্ষা শেষ
আমার ওই বন্ধু আমাকে যথার্ত সাহায্য করল।
মেয়ের মোবাইল নাম্বার, মেয়ের বাসার এডরেস আইনা দিল। আমি আমার পরিচয় দিয়াই ওই মেয়েটার সাথে কথা বলতাম। কিন্তু একটা জিনিষ খেয়াল করছিলাম যে ওই মেয়েটার আমার প্রতি কোন ইন্টারেস্ট ছিল না।
.
যাই হোক ১০ এপ্রিল মেয়েটাকে প্রোপোজ করার পর মেয়েটা না বইলা দিল। কয়েকটা দিন মন খারাপ ছিল তারপর নিজেকে নিজে বুঝাইলাম, মনটা শান্ত করলাম।
.
১ মাস পর একটা কথা, আমার যেই বন্ধুটা আমারে হেল্প করবে বলেছিল ও নাকি ওই মেয়েটারে প্রোপোজ করছে আর ওই মেয়েটা হ্যা বইলা দিছে। কোন দুঃখ পাই নাই শুধু একটা প্রশ্নই মনে আসছে যে মেয়েরা কি রকম ছেলে পছন্দ করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




