মন রে…এ...এ..এ...
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে
জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা হায় হায়
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসী
মন রে…..........
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী
মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী
—————
কথা – পল্লীকবি জসীম উদ্দিন
কন্ঠঃ আব্বাস উদ্দিন
কাভারঃ টিউনফ্যাক্টরী। ভোকালঃ রায়েফ আল হাসান রাফা।
কয়েকদিন যাবত মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। আব্বাসউদ্দিনের অরিজিনাল গানটাও আছে নেটে। আসলে ইউটিউব না থাকলে, এইসব গানের কাভার না হলে কখনও জানতেই পারতাম না বাংলা গানের ভান্ডার এতটা সমৃদ্ধ। অসাধারন গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


