ছোটবেলা থেকেই একটু অন্তর্মুখী স্বভাবের ছিলাম। বোধকরি সেজন্যই বন্ধুর ভাগ্যটা একটু খারাপ। তাই বাসা থেকে প্রায়শই হাল্কা-পাতলা তিরস্কার শুনতে হতো এই ব্যাপারে। বাবা-মা বলতেন যে একটা ভালো অন্তঃপ্রাণ বন্ধু থাকলে হয়তো বা কিছুটা হলেও জীবনটা অন্যরকম হতে পারতো। আমি অধোমুখে তাদের এইসব কথা শুনতাম আর স্বাভাবিকভাবেই নিশ্চুপ থাকতাম। কিন্তু আজকে এই পর্যায়ে এসে মনে হয় চিরবৈরী ভাগ্য আমার সাথে কিছুটা ইতিবাচক আচরণ করেছে। সত্যিই অন্তত আমার মনে আমার মনের মতো একজন বন্ধু আমি পেয়েছি যে কি না অনেকাংশে আমারই মতোন।
সে চলাফেরা, আচার-আচরণে, স্বভাবে অত্যন্ত শান্ত-শিষ্ট আর ঠাণ্ডা আর খুব ধীর-স্থির।আর যথেষ্ট মেধাবী।
আমি আমার সেই বন্ধুকে বলতে চাই, কিছু কথা আছে যা মুখে বলা যায় কিন্তু লেখা যায়না। আবার কিছু কথা আছে যা লিখে প্রকাশ করা যায় কিন্তু মুখে বলা যায়না। আমি আমার এই অন্তর্নিহিত কথাগুলো এই ব্লগের মাধ্যমে লিখে খুবই তৃপ্তি পেলাম।আমি সারাজীবন আমার বন্ধুদের জন্য বিশেষত আমার ওই প্রিয় বন্ধুর জন্য যেকোন ধরণের উৎসর্গ করতে রাজি আছি। আজকে আমার ব্লগে প্রথম এই লেখাটি আমি তাঁকেই উৎসর্গ করলাম।
Samsil Arefin, বন্ধু আমার You are my friend forever......
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





