‘ন্যায় যুদ্ধে বাঙালি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্লোগান’৭১ যাত্রা শুরু হয়েছিলো গত ১লা জানুয়ারি, ২০০৯ তারিখে।
এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের একটি সামাজিক সংগঠন। যাত্রা শুরুর পর থেকেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার, '৭২ সংবিধান ফিরিয়ে ফিরিয়ে আনা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির দাবিসহ বিভিন্ন ন্যায় যুদ্ধে ঝলসে উঠেছে বারবার তাদের বৈচিত্রময় পরিবেশনার মাধ্যমে। এবং স্লোগান'৭১ এর এই ন্যায় যুদ্ধ চলছে, চলবে। । ।
গত দুই বছরে আমাদের করেছি বহু ব্যতিক্রমধর্মী আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আবৃত্তি এবং চলচ্চিত্র প্রদর্শনী:
২৫ শে মার্চের ভয়াল রাতের ডকু ড্রামা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টিএসসিতে দেয়াল চিত্র:
মানববন্ধন এবং চলচ্চিত্র প্রদর্শনী- "ফিরিয়ে দাও ৭২ এর সংবিধান":
সারা বিশ্বে যুদ্ধকে নিষিদ্ধ- "রণদেবতারা বিদায় হোন":
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইলাস্ট্রশন আর্ট- "দেশে দেশে যুদ্ধাপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান":
স্লোগান'৭১ ২০০৯ সালে ১৪, ১৫ এব১ ১৬ ই ডিসেম্বরকে সামনে রেখে টিএসসি'র সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনকে সঙ্গে নিয়ে "রক্তে রাঙ্গা বিজয় আমার" অনুষ্ঠানের আয়োজন করা করে: তিন দিন ব্যাপী এই আয়োজনের মধ্যে ছিলো:
ক. ১৪ই ডিসেম্বর: মুক্তিযুদ্ধে শিক্ষক হত্যাকারীসহ সকল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে মানব বন্ধন:
খ. আমার ভালোবাসার পতাকা:
গ. বিজয় মূহুর্ত উদযাপন (এটি পরিচালনা করে ব্যাকবেঞ্চার):
ঘ। ফানুস উড়ানো (এটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ):
ঙ। বিজয় দিবস কনসার্ট:
চ। তথ্যচিত্র প্রদর্শণী: (ছবি পরে দেওয়া হবে)
ছ. রাজাকারদের প্রতিকৃতিতে ডার্ট নিক্ষেপ: (ছবি পরে দেওয়া হবে)
জ। ১৬ ডিসেম্বর রাতে থাকে আতশবাজীর ঝলকানী এবং বর্ণাঢ্য প্রদর্শনী। এটিই ছিলো গত বিজয় দিবসের সবচেয়ে বড় এবং প্রধান আকর্ষণ: (ছবি এবং লিংক পরে দেওয়া হবে।)
মুকাভিনয়- "গণহত্যা'৭১":
মুকাভিনয়ের ভিডিও লিংক-১: Click This Link
মুকাভিনয়ের ভিডিও লিংক-২: Click This Link
যুদ্ধাপরাধীদের বিচার ও সময়ের ভাবনা বিষয়ক মুক্ত আলোচনা:
স্লোগান'৭১ প্রতি সপ্তাহে একটি পাঠচক্র আয়োজনের চেষ্টা করেছে যেখানে বিভিন্ন সময় বিভিন্ন অতিথি এসে আমাদের পাঠচক্রকে করছেন আরো সমৃদ্ধ।
(নিচের ছবিতে দেখা যাচ্ছে- স্লোগান'৭১ আয়োজিত পাঠচক্রে অতিথি হয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ):
প্রভাতফেরীতে স্লোগান'৭১:
বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকর হওয়ার পর স্লোগান'৭১ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করে আনন্দ মিছিল- "খুনিদের শাস্তিতে পবিত্র বাংলা":
ছাত্র ইউনিয়নের আমন্ত্রণে বিখ্যাত বাঙালি কন্ঠ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গান গাইতে এলে তাকে স্লোগান'৭১ এর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়:
স্লোগান'৭১ এর টি-শার্টের ডিজাইন:
আগামীর মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


