তুমি
তোমার হাতের মশালটিই তোমার অতিত, বর্তমান, ভবিষ্যৎ। যা তোমার গুরু, মুর্শীদ, রসুল, আল্লাহর অপর নিয়ামত। এ নিয়ামতের ব্যবহার ও পবিত্রতা রক্ষার দায়িত্ব এখন তোমার, একান্তই তোমার, কেবলই তোমার। তোমার রাজত্বের উন্নতি, অবনতি,সম্মান,অপমান রক্ষা করার দায়িত্বও তোমার কেবলই তোমার। এখানে হস্তক্ষেপ করার কারো সাধ্য নেই।
তাই সাধক গুরুজী কাজী নজরুল ইসলাম বলেন,
" তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান,
সকল শ্বাস্ত্র ক্ষুজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ। "
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




