✍️ পাকিস্তানে একটা প্রচলিত কথা আছে, কথাটা এরকম যে, একবার মোয়াজ্জিন মসজিদে আজান দিলো কিন্তু কেউ নামাযের জন্য গেলো না। তো মোয়াজ্জিন দ্বিতীয়বার আজান দিলো, এলাকাবাসী গেলো মোয়াজ্জিনকে উত্তম মধ্যম দিতে, কারণ শরীয়তে ২বার আযান দেয়ার বিধান নেই!!!!
✍️ এবার আসল কথায় আসি। বর্তমানে তাবলীগ জামায়াতের গ্রূপিং নিয়ে অহেতুক ক্যাচাল কি বার্তা দিচ্ছে? একটু ভাবুন তো। এই দলাদলিতে ইসলামের সৌন্দর্য্য কি প্রস্ফুটিত হচ্ছে নাকি মলিন হচ্ছে? তাহলে কি ব্যক্তিপূজা ফিরে আসছে তাবলীগ জামাতের কাধে চড়ে? অনেকেই এখন আমাকে ইতিহাস শুনাবেন, মাওলানা সাদ সাহেব কেমন? মাওলানা জোবায়ের সাহেব কি ছিলেন?
✍️ ইটস এনাফ টুডে! আমি একটা ফর্মূলা দিচ্ছি, আর তা হলো মাইনাস টু ফরমুলা। কে কে রাজি আছেন এই ফর্মূলায়? মাওলানা সাদ কান্ধলভী বা মাওলানা জোবায়ের কেউই আসবেন না ইজতেমায়! তাহলে ব্যাপারটা কেমন হয়?
✍️ বাইতুল মোকাররমের খতিব সাহেব কিংবা দেশের শীর্ষস্থানীয় কোন আলেম সভাপতি হিসেবে তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষনা করবেন। বিদেশী কেউ আসলে তারা মেহমান হিসেবে আসবেন। ব্যস আর বেশি কিছু না। কেচ্ছা খতম!!!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




