শিরোনামহীন অভিব্যাক্তি:
এক সময় মনে হতো পানিরা শব্দ করে য়ায় তাই বলে শব্দগুলো পানিরই নিজস্ব।
রাতের শেষাশেং ঠিক সুবেহ্ সাদিক’র সময় খাট ছেড়ে বাথকক্ষে প্রবেশকালে কড়মড় করে দরজা খুলতেই থমকে থাকা পানিগুলো গড়িয়ে য়েতে থাকে। তাতে যে আকারটা তৈরী হলো ঠিক ভিঞ্চি’র মুখায়বয়ব মতো চিকন তীক্ষ্ণ নাক সবমিলে স্বয়ং লিওনার্দো। ডারউইনজীর মতে পৃথিবী ক্রমাগত সভ্যতার চরম শিখরে আরোহণ লক্ষ্যে বেগবান। আদি'তো বর্বর, কিন্তু আধুনিকতার মতো সভ্য সমাজই লিওনার্দোর প্রিয়ার নামকে টেনে এনেছে রাস্তার পার্শ্বে ঔষধ দোকানির ন্যাপকিনের ঠোঙায়/ মোড়কে।
হয়তো কোন একদিন এই আধুনিকতাই আপনাকে আমাকে বসিয়ে দেবে মন্ডা মেঠাই’র উপর। লিওনার্দোর ও নিস্বর্গ ভাবনার প্রেমজ বিন্যাস ছিল তবে তা আমাদের মতো নিস্বর্গে ডুবে যাওয়া নয় তনি নিস্বর্গকে নিস্বর্গের মধ্য দিয়ে এফোঁড় ওফোঁড় করে দিয়েছেন, ভেতরকায় হারিয়ে যাননি। রূপ রেখা এঁকেছেন, অন্তজ ঘ্রাণ নিয়েছেন, নিস্বর্গের এরপর ও অভিমানী শিল্পতো আঁকেন নি। আমরা কেমন যেন অল্পতে অভিমানী হয়ে যাই। এক বিজ্ঞানী বন্ধু বলেন জাতি হিসাবে ও আমরা বোধহয় কিছুটা আভিমানী, তাই আমাদের শিল্প রসদ ও উচ্ছাস, উৎকর্ষের মান-আভিমান নির্ভর প্রেমজ ফলাও।
যাকে আমরা মাঝে মাঝে প্রাচ্যদেশীয় বলে আখ্যা দেই।
এস. এম. নোমান
২৫ ই নভেম্বর ২০০৮
লালখাঁন বাজার, চট্টগ্রাম
[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





