১. শায়িত বাক্স পেটরা
ভাষার দারিদ্রতায় মহাকাল পেরিয়ে..
তারপরও খুঁজে পাইনা ভাষার আলিঙ্গন।
এইভাবে মানুষের মঞ্চে দাঁড়িয়ে শুধু হাত/আঙ্গুলী না্ড়াই
পুরোনো বেমালুম শব্দ গুলোর জন্য ডানা ঝাপটায় নতুন শব্দরা
কথা কিংবা শব্দের আকর, খুঁজে পাই না
কেবলই হতাশ করা মন, একটি নতুন শব্দের জন্য
তার বাচ্ছাদানি চাপড়ায় চেতনে/ অবচেতনে।
নৌকার পাল, তীব্র গতি, বাতাসের তাড়াহুড়া
শরীরে পর শরীর গড়িয়ে পড়ছে বাক্সে;
চারকোনাকৃতি'র বাক্স, রুটির ট্রে'র মতো এটা থেকে ওটাতে।
উদ্বেলিত মন, হৃদয়ে সোনার স্বপন ... ..
বুঝে উঠতেই বক্স থেকে বক্স পাল্টাতে হয়।
এস. এম. নোমান ২০০৫
২.সাধনার স্বপ্নভঙ্গ
বেদনা সিক্ত কয়েক ফোঁটা শিশির জল
গড়িয়ে এই মাত্র নেমে গেল -- সুরের সন্ধানে;
লহরী বাজবে, শুন্য মন আকাশে উড়বে
সাগরের ঢেউ হবে তাল ধ্বনি..
..... ... ... হয়ে উঠবে স্বপ্নময় চারদিক।
না সেই পর্যন্ত যায়নি শিশির জল শুকিয়ে গেছে,
মরুর বালি রাশির সাথে দেখা হয়ে... ..
এস. এম. নোমান ২০০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





