স্বীকার করেই বলি, ফেসবুকের চেয়ে ব্লগে চার্ম অনেক বেশী।ব্লগে অনেক চমৎকার চমৎকার লেখা খাকে। পড়তে ভংয়কর রকম ভাল লাগে।পোস্ট গুলোতে অনেক কমেন্টস্ থাকে, সেগুলোও কম মজার না ! বিশাল বিশাল ডিবেট হয়। কিন্তু একটা বিষয় নিয়ে চরম কনফিউজ, যখন হাসিনার বিপক্ষে দেলোয়ার কথা বলে তখন সবাই বিএনপি, যাক দোলোয়ার বেটা একটা খাঁটি কতা কইছে, ও একটা মাল। আবার বঙ্গবন্ধুর একটা তথ্য চাই সেখানে সবাই একাট্টা আওয়ামী লীগ।তারা ৭৪ দূর্ভিক্ষের ছবিকে পাকিদের বানানো মনে করেন, রক্ষী বাহিনী নামে কিছু ছিল না, বাকশাল ডিকশনারিতে থাকা উচিত নয়, আওয়ামী লীগের বিপক্ষে কথা বল্লে সু্ট করতে ইচ্ছা করে। আসলে কোন পাট্টি আপনেরা, আলু পাট্টি? যে দিকে স্রোত যায় সেদিকে তাল দেন।
হূমায়ুন আহমেদ একটা কথা বলছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞানের অভাব নেই কিন্তু সাহসের অভাব আছে। ভাই আমরা তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, তথাকথিত ছাত্রনেতাদের দ্বারা টিচার্স কোয়ার্টার এ্যাটাক কিংবা ডিপার্টমেন্টে অপদস্ত হবার ভয় আছে। মনে একটু সাহস রাখেন, এত চিন্তার কি আছে, যে আপনে গালি দেয় বা দিবে সেও চায় অফিস থেকে আধ ঘন্টার মধ্যে আরাম করে বাসে বাসায় ফিরতে চায়, বাসায় গিয়ে দেখতে চায় লোডশেডিং এর যন্ত্রণা নাই।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




