প্রকৃতি যখন আপন আনন্দে উদ্বেলিত তখন, সে নগন্য বসুন্ধরায় শ্রাবনের বারি ধারার মত সৌন্দর্য বৃষ্টি বইয়ে দেয়।
" আকাশে অনেক মেঘ; মনে হয় বৃষ্টি নামবে" ধুয়ে নিয়ে যাবে তার নিত্য প্রবাহমান বিচরণ ক্ষেত্র থেকে কিছু মানুষের কালান্তি ক্ষুদা।
বছরের পর বছর যারা হাসতে পারেনি, চলেনি নিজের মত করে শুধু একটি কারনে....ক্ষুদা; এক ভয়ংকর ক্ষুদা।
বিশ্ব চরাচরে চলার ক্ষুদা। যা তাড়িয়ে নেয় জগতের মহা মানবদের বছরের পর বছর।
তেমনি এক ক্ষুদা পেয়েছিল ; তারুন্যের ঝংকারে প্রবীনতার হাত ছোঁয়ার।
" আকাশে অনেক মেঘ; মনে হয বৃষ্টি নামবে "।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




