মনে পাথর চেপে চেপে
ভুলে গেছি যা কিছু স্বাভাবিক-সহজাত
ভেতরে একটা মজ্জাগত
সেন্সরবোর্ড সারাক্ষণ ভাল আর মন্দের
ব্যারোমিটারে ওঠানামা করে।
যেন দেখতে পাই এই তো-
শাসনের বেড়াজালে
রঙিণ শিশুকাল, দুরন্ত কিশোরবেলা
করা আর না করা নানাবিধ লোভনীয় জিহবা-
বানভাসি বয়সের আহা অজানা শিহরন
নিষেধের বিড়ম্বনায় সুদূর দূর-
পরিনত সময়ে পায়ে পায়ে
যেন আমারই পাঁচজোড়া চোখ
পাহারায় বসে
ভালবাসতে কোথায় যাবো?
ভালবাসাই এখন যেন
এক সতর্ক পাহারাদার!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




