
মনে পরে তোমার....... ?
এখনো শিশিরভেজা সকাল হয়,
দখিনা বাতাস শ্যামল ঘাস দুলিয়ে বয়ে যায় সবুজের স্রোত !
এক দলা বাতাস খুলে দেয়া খোঁপার চুল,
উড়িয়ে আনে পানির ঢেউ এক জাক হাসি মাখা পদ্ম ফুল।
সুভাস ভরা ঘ্রান,
যেন সুখের নগর ছুঁটে চলা দুটো প্রাণ ।
লাজুক লাজুক লুকোচুরি আড় চোখে হয়না দেখা,
প্রান্ত পথিকি আমি যেন শুধু একা ।
ছবি: ইন্টারনেট ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


