
বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরের বেশির ভাগ এলাকার মাটি কয়েক শতাব্দির পুরনো।
সেজন্যই অনেক এলাকার মাটির গঠনের দিক থেকে ভূমিকম্পের সহ্য ক্ষমতা অনেক বেশি।
তার মধ্যে রয়েছে যেমন:
ঢাকার রমনা, পল্টন, মগবাজার, নিউমার্কেট, লালমাটিয়া, কোতয়ালি, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, শের-ই বাংলা নগর, মিরপুর, ক্যান্টনমেন্ট, পল্লবী, শাহ-আলী, লালবাগ, গেন্ডারিয়া, গুলশান ও তেজগাঁও থানা এলাকাসহ বেশ কিছু পুরনো মাটির এলাকায়। বড় ভূমিকম্পেও এসব এলাকার ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পুরান ঢাকার মাটি তুলনামূলক শক্ত হলেও সেখানে বিপদ।
পুরানা ঢাকার অনেক ভবনই অত্যন্ত বা কয়েক শতাব্দির পুরোনো
এবং কাঠামোগতভাবে দুর্বল যার ফলে বড় কম্পনে সেগুলো ভেঙে পড়ার ঝুঁকি অনেক বেশি।
তবে সর্বোচ্চ ঝুঁকিতে যে ১৫টি এলাকা
সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর,
কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদী,
মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, বাড্ডা ।
তথ্যসূত্র বাংলাদেশ বিভিন্ন অনলাইন মিডিয়া নিউজ
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


