
১৯৯১-৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার স্বামী ডঃ ওয়াজেদ মিয়া। একদিন এক সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে একটি ফাইল নিয়ে আসেন।
সেখানে ঐ সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করার একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। মন্ত্রী মহোদয় বললেন তা কেনো? সচিব তখন নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন ।
রফিকুল ইসলাম মিয়া বললেন ফাইল টা রেখে আপনি আপনার কাজে যান।
রফিকুল ইসলাম মিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফোন করে বিষয়টি জানান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন ওয়াজেদ সাহেবকে যেনো কোন ভাবেই চাকুরিচ্যুত না করা হয়।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে বললেন ঐ সচিবকে বলে দেবেন তার যে কাজ তিনি যেনো সেই কাজ মনযোগ দিয়ে করেন। এর বাইরে কোন কিছুতে নাক গলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া।
.
যিনি কখনো প্রতিহিংসায় বিশ্বাস করেন না। ঐসময় যে সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করতে ফাইল নিয়ে মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার গিয়েছিলেন, তিনি এখন আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।
তথ্য সূত্রঃ দৈনিক কালের কন্ঠে প্রকাশিত ২০১৪ সালের ২২শে নভেম্বরের সংখ্যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


