
বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার কিছু উন্নতি হয়েছে কিন্তু শিক্ষার মানের পর্যপ্ত উন্নতি সাধিত হয়েছে কি?
শিক্ষা ব্যবস্থার উন্নতির মধ্যে রয়েছে দেশে সাক্ষরতার হার বৃদ্ধি, সরকার বিনামূল্যে বই প্রদান কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থা, শিক্ষক ট্রেনিং, নারী শিক্ষার উন্নায়ন, নকল কমানো, প্রশ্ন ফাঁস বন্ধ, শিক্ষাকে সহজলভ্য করা, সিলেবাস উন্নায়ন (আইসিটি অন্তভূক্ত করা), সেশনজট কমানো, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষায় বাজেট বৃদ্ধি ইত্যাদি অনেক কিছুই রয়েছে।
কিন্তু কেউ কি দৃঢ় গলায় বলতে পারবে যে এসব কিছুতে শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও শিক্ষার মানের কাঙ্খিত উন্নতি সাধিত হয়েছে? 2021 এ এসেও একজন শিক্ষার্থী যখন অনার্সে পড়ে তখনও সে দিশেহারা থাকে এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও সে দিশেহারা থাকে যে এই পড়াশোনা দিয়ে সে জীবনে কি করবে!! ওয়ান থেকে ইন্টার পর্যন্ত একটা ছাত্র 12 বছর ইংরেজি পড়ার পরেও ইংরেজির ভয় কাটেনা, ভালোভাবে লিখতে পারেনা। লাখ লাখ ছাত্রের এই সমস্যার দায় কি শুধু ঐ ছাত্রেরই? আর ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের গত 50 বছরে কী অর্জন দিয়েছে!! তারা কি বিশ্বমানের কোন পন্ডিত দিতে পেরেছে যদি না পারে তাহলে ডট ডট ডট.. আর সার্টিফিকেট তৈরির কারখানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান গুলোর কথা নাই বললাম....
সমস্যা যেখানে, সমাধান সেখানে : আমাদের দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা ও শিক্ষক দুটোতেই গভীর সমস্যা আছে। সিলেবাস এমন যে শিক্ষার্থীদের আগ্রহের জায়গাটা থাকেনা, বই পড়ে তারা আনন্দ পায় না। আবার টিচাররাও তেমন স্কিলড নয়। ফলে যা হওয়ার তাই হয়, ভিত্তি দূর্বল হলে ইমারত কখনও মজবুত হয় না। আবার শিক্ষকদের বেতন বাড়লেও তা যথেষ্ট নয় ফলে ক্লাস রুমের বাহিরে টিউশন বাণিজ্য করে তাদের চলতে হয়। তাছাড়া অতিরিক্ত শিক্ষার্থীর চাপের কারণে সুশিক্ষা প্রদান বাধাগ্রস্ত হয়, ফলে ক্লাসরুমে পড়ার মান বাড়ানো যায় না। আমার মনে হয় 2021 এ এসে সরকারকে বেশকিছু শক্ত পদক্ষেপ নিতেই হবে। এ বিষয়ে আর দেরি করা একদমই উচিত হবে না। প্রথমত শিক্ষক হওয়ার জন্য উচ্চ যোগ্যতা নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে অবশ্যই খুবই কঠোর হতে হবে সাথে একটি স্মার্ট বেতন কাঠামো তৈরি করতে হবে যাতে মেধাবীদের এ জায়গায় আসার আগ্রহ তৈরি হয়। পুরা শিক্ষাব্যবস্থাকে বিজ্ঞানের আলোকে ঢেলে সাজানো জন্য এখন আর সময় নেয়া উচিত নয়। সরকারকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে, নয়তো বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ চরমভাবে হোঁচট খাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
[ক্লিয়ারেন্স : আমি সরকারপন্থী, সরকারবিরোধী বা উগ্রবাদী কোন বিষয়ে ইনভল্বড না। সুতরাং এই তিনটি বিষয় নিয়ে আমাকে জাজ করতে আসবেন না]
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



