ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ভিডিও নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। Click This Link ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে আপনার বন্ধুর বা নিজের প্রোফাইলের (মানে যেখান থেকে ডাউনলোড করবেন) ভিডিও ট্যাবে ক্লিক করুন।
যে ফাইলটিকে নামাতে চান, সেটি চালু করুন অথবা বাঁ পাশে থাকা ভিডিও ফাইল থেকেও চালু করতে পারেন। এবার ডান পাশে একটু নিচের দিকে download video অপশনে ক্লিক করুন।
ডাউনলোড শুরু হয়ে যাবে। উল্লেখ্য, আপনি ভিডিও ফাইলটিকে কনভার্ট করেও নামাতে পারেন। এর জন্য আপনাকে convert video অপশনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে বেশ কয়েকটি ফরম্যাটে ভিডিও ফাইলটিকে কনভার্ট করতে পারবেন, সেই সঙ্গে ডাউনলোডও করে নিতে পারবেন।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




