এখন কথা হচ্ছে বর্তমান শাহবাগ নারীদের সামনে রেখে হাতে লাঠি লগি নিয়ে যেভাবে সারা ঢাকা মিছিক করে বেড়াচ্ছে তাতে হেফাজতের মতো মুল ধারার ইসলামী দল গুলোর আন্দোলন না করে উপায় থাকেনা।
আমার কথা হলো শিবির এবং শাহবাগের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা আছে। শিবিরের যুদ্ধে সৈনিক থাকে কিছু তরুন যাদের ভুলিয়ে ঐ পথে নেওয়া হয়েছে। আর শাহবাগের মিছিলে থাকে কিছু মেয়ে যারা শুধু চিৎকার করে বলে ফাসি চাই ফাসি চাই।
তাদের কী ধরনা এই দৃশ্য গ্রামের মানুষ গুলো সাধারণ ভাবে নেবে?
যে মেয়ে গুলোর হাতে লাঠি। গলা ফাটিয়ে চিতকার করছে। তার পরিবারও কী এটা মানছে। হয়তো দু একজনের পরিবার মানছে। কিন্তু সবার পরিবার কী মানছে?
মানছে নারে ভাই মানছে না।
গ্রামেনর মানুষ বর্তমান রাজনীতি ঢাকার মানুষের চেয়ে কম বুঝেনা। বিশ্বষ হচ্ছে না? তবে তার চেছে বুঝে ধর্ম। প্রতিটি গ্রামেরই কমবেশি ডিশ চ্যানেল আছে।
আবারো দুঃখিত ধর্ম কথাটা না চাইতেই চলে আসলো। কারন আছে । আমি গ্রাম থেকে এসেছি। গ্রামের মানুষের আবেগ সম্পর্কে আমার যতেষ্ট ধারনা আছে। তারা শাহবাগকে মোটেই সহ্য করতে পারছে না। কিছু আওয়ামিলীগার ছাড়া।
এখন আসি সরকারের বিষয় নিয়ে। সরকার শাহবাগের সুরাহা কেন করছে না? এতে কি সরকারের ভোট বাড়ছে? এই চিন্তা একে বারে ই ভুল। ঢাকাতে থাকে মাত্র এক কোটি । আর ঢাকার বাইরে পনেরো কোটি। আর যারা শাহবাগে আসে এদের অধিকাংশই এমন কাজের সাথে জড়িত যা ধর্ম সাপোর্ট করেনা। এদের দিকে মায়া করে সরকার ছিয়ানব্বই ডেকে আনছে। বাংলায় যাকে বলে খাল কেটে কুমির আনা। প্রথমে লক্ষণ শুভ মনে হলেও সে ভুল ভেঙেছ্। সব শেষে কে ভালো আর কে মন্দ সে বিচারে যেতে চাই না। তবে শুধু বলতে টাই ছবি গরুলো শিবিরনাবা ছাত্রলীগ কী হার মানোবে না ?
সব শেষে কে ভ
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




