বই মেলায় গিয়েছিলাম। এত ভীড়, এত মানুষ! কোনরকম উদ্ধার হয়ে এলেম মাত্তর। মেলায় অনেকের সাথে দেখা হলো। আমি চিনতে পেলেম কিন্তু পরিতাপের বিষয় এ ই যে তাহারা আমাকে চিনিতে পারলো না। ক্যামেরা বের করে ছবি তোলা হলো না। তবে অনেক কষ্টে কিছু বই কিনেছি। যা কিনেছি তা সব ব্লগারদের বই। বই নিয়ে পরে একদিন লিখব। আজ কয়েকটা ছবি।

লিটিলম্যাগ চত্বর।

আমাদের শহীদেরা।

ফুলের মাঝে।

উনারা বই কিনতে আসে না। আসে....

আমাদের প্রিয় বর্ণমালার পুর্বরুপ।

একটি ষ্টল।

বইয়ের স্টল।

তারা তিনজন।

মেঘ অদিতির বই

মজা পাইছি তাই তুললাম। সাম্প্রতিক প্রকাশনী।

বলুন তো উনি কে?

দাড়িয়ে মোড়ক উন্মোচন দেখলাম।

সালাম ভাস্কর্য।

মেলায় ঢুকতে গিয়ে।

দ্যা রোড পোষ্টবক্স এন্ড দ্যা অমুক-তমুক।

প্রচ্ছদগুলো ভাসছে।

টোনাটুনি।

আমাদের প্রিয় বই ঘর।

যখন আমি আকাশ দেখি।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ভালো থাকুন। বই কিনুন ব্লগারদের তাহলে তারা লিখতে উৎসাহ পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




